করোনা টিকাকে বিশ্বব্যাপী জনগণের পণ্য হিসেবে ঘোষণা করতে বিশ্বনেতাদের প্রতি আহবান জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা পরবর্তী অর্থনৈতিক ব্যবস্থা পুনরুদ্ধারে এবং সামগ্রিক উন্নয়নের জন্য ছয় দফা প্রস্তাব পেশকালে এ আহবান জানান। মঙ্গলবার কাতার ইকোনমিক ফোরামের ভাচুর্য়াল সম্মেলনে ভিডিও বার্তার মাধ্যমে এ প্রস্তাব পেশ করেন প্রধানমন্ত্রী।
তিন দিনব্যাপী এ সম্মেলন শুরু হয়েছে সোমবার।আগামীর জন্য নতুন দিগন্ত শীর্ষক স্লোগান নিয়ে শুরু হওয়া এ সম্মেলনে শতাধিক বিশ্বনেতা, কূটনীতিক, শিক্ষাবিদ এবং ব্যবসায়ী ভিডিও বার্তা দিযেছেন।
প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নশীল দেশ ও এলডিসি সক্ষমদের ভ্যাকসিন তৈরিতে প্রয়োজনীয় সহায়তা দেয়া উচিত। আন্তর্জাতিক ব্যবসা, বাণিজ্য এবং বিনিয়োগের ক্ষেত্রে করোনা পরবর্তী অবস্থা পুনরুদ্ধারে একটি অন্তর্ভুক্তিমূলক, টেকসই সামগ্রিক বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে হবে। তিনি বলেন, ডিজিটাল বিভাজন বন্ধ করতে অবশ্যই বিজ্ঞান, প্রযুক্তি এবং উদ্ভাবনের সার্থকতা অর্জন করতে হবে দেশগুলোকে। মহামারির কারণে যে কোনো সম্ভাব্য চ্যুতি প্রতিরোধে গ্র্যাজুয়েশন-প্রাপ্ত স্বল্পোন্নত দেশগুলোর জন্য নতুন আন্তর্জাতিক সহায়তা ব্যবস্থা গ্রহণ করতে হবে।
করোনাকালে বাংলাদেশের অবস্থান তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, তার সরকার জীবন ও জীবিকার মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে। এ পর্যন্ত ১৫ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে বিভিন্ন প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে। চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৬ দশমিক ১ শতাংশে পৌঁছেছে। ‘ডিজিটাল বাংলাদেশ’ রূপকল্প দেশকে কোভিড-১৯ পরবর্তী নতুন বাণিজ্য এবং কাজের পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে সহযোগিতা করেছে। এ সময় বাংলাদেশের অবকাঠামো খাতে, আইসিটি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, ওষুধ শিল্প এবং কৃষিজাত পণ্য খাতে চমৎকার বিনিয়োগের সুযোগ গ্রহণ করতে কাতার এবং অন্যান্য মধ্য-প্রাচ্যের দেশগুলোর সরকারি ও বেসরকারি বিনিয়োগকারীদের প্রতি আহবান জানান প্রধানমন্ত্রী।
এমকে