প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে গড়ে ভোট পড়ছে ৬৪ দশমিক ৭৩ শতাংশ। সোমবার এ ধাপে ১৭৬ ইউপিতে এ ভোট হয়। যদিও তফসিল অনুযায়ী এদিন ভোট হয়েছে ২০৪টি ইউনিয়ন পরিষদে। কিন্তু বাকি ২৮টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায়-ই জয় পেয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা। ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে ভোট পড়ার হারের এ তথ্য পাওয়া গেছে। এ নির্বাচনে বিএনপি অংশ নেয়নি।
ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, ১৭৬টি ইউপির মধ্যে ৩৬টিতে ৭০ থেকে ৮৩ শতাংশ, ৭০ থেকে ৭৪ শতাংশ ২৪টিতে, ৭৫ থেকে ৮০ শতাংশ ১০টি ও ৮০ শতাংশের বেশি ২টিতে, ৪৯ থেকে ৫৫ শতাংশ ১২টিতে, ৫৫ থেকে ৬০ শতাংশ ৩৭টিতে এবং বাকি ইউনিয়ন পরিষদগুলোতে ৬১ থেকে ৬৯ শতাংশ ভোট পড়েছে। ২৮টি বাদেও ১২০টি ইউপিতে জয় পেয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। বাকি ইউনিয়ন পরিষদের মধ্যে স্বতন্ত্র ৪৯, জাতীয় পার্টি ৩, জাতীয় পার্টি-জেপি ৩ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের ১ জন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। স্বতন্ত্র প্রার্থীদের প্রায় সবাই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ছিলেন।
ইভিএমে ভোট নেয়া ১৮টি ইউপিতে গড়ে ৬৩ দশমিক ৪৬ শতাংশ ও ব্যালটে ভোট নেয়া ১৫৮ ইউপিতে ৬৪ দশমিক ৮৩ শতাংশ ভোট পড়েছে। সর্বোচ্চ ভোট পড়েছে পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়ন পরিষদ নির্বাচনে,৮২ দশমিক ৭৫ শতাংশ । সেখানে স্বতন্ত্র প্রার্থী এনামুল হক ২ হাজার ৯১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আর সবচেয়ে কম ভোট পড়েছে ঝালকাঠির সদর উপজেলার বিনয়কাঠী ইউনিয়নে, ৪৯ দশমিক ৫৭ শতাংশ।৭ হাজার ২৩১ ভোট পেয়ে আওয়ামী লীগের এ জে এম মইনুদ্দিন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
এমকে