নির্বাচন কমিশন নিয়োগে গঠিত সার্চ কমিটিতে কারা আছে, কারা নেই- সে নিয়ে কোনও মাথাব্যাথা নেই বিএনপির। এনিয়ে তাদের নূন্যতম আগ্রহও নেই, এমনকি মন্তব্যও করতে চায় না। দলটি মনে করছে, বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না। তাই যে নির্বাচন কমিশনই গঠন হোক না কেন, তারা এ সরকারের অধীনে নির্বাচনে যাবে না। সার্চ কমিটি গঠনের বিষয়ে শনিবার (৫ ফেব্রুয়ারি) সাংবাদিকদের কাছে দলের এ অবস্থান তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। রাজধানী ঢাকার গুলশানে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ের সামনে সাংবাদিকদের ব্রিফ করেন ইকবাল হাসান মাহমুদ টুকু।
ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, এ সরকার অনেক কিছুই বলে। এর আগেও বলেছিলো- নিরপেক্ষ লোক সবাই। পরে যে নির্বাচন কমিশন গঠন হয়, সেটা মনে হয় দেশের জঘন্যতম নির্বাচন কমিশন। তিনি জানান, নির্বাচন করে প্রশাসন। প্রশাসন থাকে সরকারের অধীনে।তাই এ সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না, এটা প্রমাণিত। বিএনপি দলীয়ভাবে নির্বাচন কমিশন আইনের ব্যাপারে কিছু বলেনি বলেও মন্তব্য করেন টুকু।
এমকে