মন্তব্য
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ড্যারেন স্যামি স্বতন্ত্র সদস্যহীন পরিচালক পদে নিয়োগ পেয়েছেন। স্যামিসহ মোট তিনজনকে দুই বছরের জন্য এ পদে নিয়োগ দিয়েছে বোর্ড।
টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো সফল এ সাবেক অধিনায়ক নতুন এ দায়িত্ব পেয়ে বেশ আনন্দিত হয়েছেন। বোর্ডের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন তিনি। এবার নিজের সেরাটা দিয়ে বোর্ড পরিচালনা করতে চান।
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার পর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কোচিংকে পেশা হিসেবে বেছে নিয়েছেন। বর্তমানে পাকিস্তানের পেশোয়ার জালমির প্রধান কোচের দায়িত্ব পালন করছেন স্যামি।
সর্বশেষ ২০২০ সালে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ফাইনালে খেলেছেন।