আগুনে পুড়লো কৃষকের সবকিছু

২৩ জুন ২০২১

বগুড়া প্রতিনিধি

বগুড়ার ধুনটে আগুন লেগে এক কৃৃষকের বসতবাড়ি, নগদ অর্থ, আসবাবপত্র, খাদ্যসামগ্রীসহ সবকিছুই পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার সকালে গোসাইবাড়ি ইউনিয়নের গুয়াডহরী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ভুক্তভোগী কৃষকের নাম কৃষক আল আমিন। ধুনট ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা হামিদুল ইসলাম জানিয়েছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। এ দুর্ঘটনায় ভুক্তভোগীর প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। পরিবারটি নিঃস্ব হয়ে গেছে।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুন লাগার সঙ্গে সঙ্গে পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর মধ্যেই বাড়ির সবকিছুই পুড়ে যায়।

আল আমিন বলেন, আগুন আমাকে নিঃস্ব করে দিয়েছে। ধার-দেনা করে চাষাবাদ করতাম। এনজিও থেকে ঋণ নেয়া আছে। বসতঘর, আসবাবপত্র ও নগদ টাকা সব পুড়ে ছাই হয়ে গেছে। এখন তিনি সরকারি সহায়তা কামনা করেছেন।

হামিদুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিকাণ্ডে দুইটি বসতঘর, রান্নাঘর, মালামাল ও নগদ টাকা সম্পূর্ণ পুড়ে যায়।

দীপক কুমার সরকার/এমকে

 


মন্তব্য
জেলার খবর