বগুড়া প্রতিনিধি
বগুড়ার ধুনটে আগুন লেগে এক কৃৃষকের বসতবাড়ি, নগদ অর্থ, আসবাবপত্র, খাদ্যসামগ্রীসহ সবকিছুই পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার সকালে গোসাইবাড়ি ইউনিয়নের গুয়াডহরী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ভুক্তভোগী কৃষকের নাম কৃষক আল আমিন। ধুনট ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা হামিদুল ইসলাম জানিয়েছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। এ দুর্ঘটনায় ভুক্তভোগীর প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। পরিবারটি নিঃস্ব হয়ে গেছে।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুন লাগার সঙ্গে সঙ্গে পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর মধ্যেই বাড়ির সবকিছুই পুড়ে যায়।
আল আমিন বলেন, আগুন আমাকে নিঃস্ব করে দিয়েছে। ধার-দেনা করে চাষাবাদ করতাম। এনজিও থেকে ঋণ নেয়া আছে। বসতঘর, আসবাবপত্র ও নগদ টাকা সব পুড়ে ছাই হয়ে গেছে। এখন তিনি সরকারি সহায়তা কামনা করেছেন।
হামিদুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিকাণ্ডে দুইটি বসতঘর, রান্নাঘর, মালামাল ও নগদ টাকা সম্পূর্ণ পুড়ে যায়।
দীপক কুমার সরকার/এমকে