করোনা সংক্রমণ দিন দিন বেড়েই চলেছে। এরই মধ্যে বসতে যাচ্ছে টোকিও অলিম্পিক ২০২ ‘র আসর। খেলা দেখতে গ্যালারিতে কী পরিমাণ দর্মক থাকবেন, তা নিয়ে জল্পনা কল্পণার যেন শেষ নেই। অবশেষে স্বাস্থ্যবিধি মেনে প্রতিটি ভেন্যুতে সর্বোচ্চ ১০ হাজার দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে আয়োজক কমিটি।
আর এ সিদ্ধোন্তের মাধ্যমে দেশটিতে অনুষ্ঠিত হতে যাওয়া অলিম্পিকে কী পরিমাণ দর্শক মাঠে বসে খেলা দেখতে পারবেন, সে জল্পনা-কল্পনার অবসান হলো। মহামারির কারণে বারবার পেছানোর পর চলতি বছর ২৩ জুলাই থেকে শুরু হচ্ছে এ মেগা ইভেন্ট। মহামারির সতর্কতার অংশ হিসেবে ইতোমধ্যে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
এ প্রতিযোগিতায় প্রতিটি স্টেডিয়ামে দর্শক সংখ্যা হবে মোট ১০ হাজার। অর্থাৎ গ্যালারিতে মোট আসনের তুলনায় অর্ধেক। তবে কঠোরভাবে করোনার স্বাস্থ্যবিধি মানতে বলা হয়েছে। সতর্কতার অংশ হিসেবে স্টেডিয়ামে জয়োল্লাস নিষিদ্ধ করা হয়েছে। দর্শকদের মাস্ক পরে স্টেডিয়ামে প্রবেশ করতে বলা হয়েছে। তাছাড়া দর্শকদেরকে কোনো ধরনের ভিড় তৈরি না করে সরাসরি স্টেডিয়ামে প্রবেশ করতে হবে। ইভেন্ট শেষে নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার অনুরোধ করা হয়েছে।