মন্তব্য
সামাজিক সুরক্ষা কর্মসূচি বাস্তবায়নে বাংলাদেশকে ২৫০ মিলিয়ন ডলারের ঋণ সহায়তা দিবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)। মঙ্গলবার এ সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে এডিবি ও বাংলাদেশ সরকারের মধ্যে । এডিবি ঢাকা অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।
ভার্চুয়ালি এ চুক্তিতে সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন ও এডিবির পক্ষে ব্যাংকটির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ সই করেন। সই পরবর্তী প্রতিক্রিয়ায় মনমোহন প্রকাশ বলেছেন, এ উদ্ভাবনী কার্যক্রমে বাংলাদেশকে সহযোগিতা করতে পারায় এডিবি খুশি। এতে সুরক্ষা কর্মসূচিগুলো আরো বিস্তৃতির পাশাপাশি পারস্পরিক সমন্বয় নিশ্চিত হবে। একই সঙ্গে করোনার অভিঘাত থেকে উত্তরণে সহযোগিতার পাশাপাশি দেশের দরিদ্র জনগোষ্ঠীর সক্ষমতাও বাড়াবে।
এমকে