ইরানে ৯৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর

২৪ জুন ২০২১

চলতি বছরের প্রথম ৬ মাসে ৯৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। এর মধ্যে ছয়জন নারী।

ইরানের অন্তত ৮০ শিশু মৃত্যুদণ্ড কার্যকরের তালিকায় রয়েছে। এর মধ্যে চারজনের খুব দ্রুত মৃত্যুদণ্ড কার্যকর করা হতে পারে।

জেনেভায় মানবাধিকার কাউন্সিলের এক বৈঠকে ইরানের মানবাধিকার বিষয়ে রিপোর্ট উপস্থাপন করে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার মিশেল ব্যাচলেট এই তথ্য জানিয়েছেন।

মিশেল ব্যাচলেট বলেন, ইরানের অধিকাংশ মৃত্যুদণ্ড সরকারের আরোপিত। নির্যাতন করে জোরপূর্বক স্বীকারোক্তি নিয়ে মৃত্যুদণ্ডের রায় প্রদান করা হয়। এই ঘটনা ন্যায়বিচারের মারাত্মক লঙ্ঘন। ইরানের কারাগারে বন্দিরা অপব্যবহারের শিকার হন।

আল আরাবিয়া ও আল-জাজিরা


মন্তব্য
জেলার খবর