মন্তব্য
২০২০ সালে ভয়াবহ করোনা পরিস্থিতির মধ্যেও বিশ্বজুড়ে ৫ দশমিক ২ মিলিয়ন বা ৫২ লাখ মানুষ নতুন করে মিলিয়নিয়ার বা মিলিয়ন ডলারের মালিক হয়েছেন।
নতুন করে এই লোকগুলোর প্রত্যেকে ১ মিলিয়ন তথা ১০ লাখ ডলার (বাংলাদেশের প্রায় সাড়ে আট কোটি টাকা) বা এর চেয়ে বেশি পরিমাণ অর্থের মালিক হয়েছেন।
মিলিয়নিয়ারদের চেয়েও বিলিয়নিয়াররা তুলনামূলকভাবে বেশি আয় করেছেন। ২০২০ সালে বিলিয়নিয়ারদের ধনসম্পদ ২৭ শতাংশ বেড়েছে।
২০২০ সালে সার্বিকভাবে বিশ্বে সম্পদ বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৪ শতাংশ। বিশ্বে ১০ হাজার থেকে ১ লাখ ডলার সম্পদের মালিক—এমন লোকের সংখ্যা একুশ শতকের শুরুতে, মানে ২০০০ সালে ছিল ৫০ কোটি ৭০ লাখ। এ সংখ্যা ২০২০ সালের মাঝামাঝি সময় পর্যন্ত সাড়ে তিন গুণ বেড়ে ১৭০ কোটিতে উঠেছে।
নিউইয়র্ক ডেইলি নিউজ ও বিবিসি বাংলা