তালেবানদের দখলে ৫০ জেলা

২৪ জুন ২০২১

আফগানিস্তানে  নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত দেবোরাহ লিয়ন্স নিরাপত্তা পরিষদে জানিয়েছেন, গত মে মাস থেকে আফগানিস্তানের মোট ৩৭০টি জেলার মধ্যে ৫০টিরও বেশি জেলা নিজেদের দখলে নিয়েছে তালেবানরা। যে জেলাগুলো তারা দখলে নিয়েছে সেগুলো বিভিন্ন প্রাদেশিক রাজধানীকে ঘিরে রয়েছে। এর মানে হলো যখন বিদেশি বাহিনী চলে যাবে তখনই রাজধানীগুলো দখলে নেওয়ার জন্য তালেবান তাদের অবস্থান তৈরি করছে।

লিয়ন্স বলেন, কাছাকাছি সময়ে হোক বা দূর ভবিষ্যতে, সংঘর্ষ যত বেশি বাড়বে, আরো অনেক বেশি দেশের জন্য সেটা নিরাপত্তাহীনতা সৃষ্টি করবে। প্রতিদিনিই সরকারি বাহিনীর সঙ্গে তালেবানের সংঘর্ষের ঘটনা ঘটছে। এই পরিস্থিতিকে বিপজ্জনক। সংঘাত বেড়ে যাওয়ার মানে হলো কাছের এবং দূরের অন্য অনেকগুলো দেশেরও নিরাপত্তাহীনতা বেড়ে যাওয়া। কট্টরপন্থী তালেবানের সাম্প্রতিক অগ্রযাত্রা একটি চরম সামরিক অভিযানের' ফলাফল।

আলজাজিরা ও বিবিসি

 


মন্তব্য
জেলার খবর