আকাশে উড়বে গাড়ি!

২৪ জুন ২০২১

নির্মাতা প্রতিষ্ঠান আলাউদা এয়ারস্পিডার প্রথমবারের মতো সফল পরীক্ষা চালিয়েছে ইলেকট্রিক ফ্লাইং রেসিং কার আলাউদা এমকে থ্রি গাড়ির। 

রেসিং কারটিতে রয়েছে বেশকিছু ফ্লায়িং কোর্স। এটি মাত্র তিন সেকেন্ডের মধ্যে গতিবেগ তুলতে পারে প্রায় ৬২ কিলোমিটার পর্যন্ত। এর মধ্যে থাকা ব্যাটারি থেকে গাড়িটি পাবে প্রয়োজনীয় শক্তি। ব্যাটারিগুলো পুনরায় ব্যবহারযোগ্য। 

গাড়িটি পরিচালিত হবে স্বয়ংক্রিয় রিমোট দিয়ে এবং এতে ব্যবহৃত হবে বেশকিছু ফ্লাইং কোর্স। অত্যাধুনিক এ গাড়িটি প্রায় শতাধিক কেজি ওজনের ভার বহনেও সক্ষম।

 


মন্তব্য
জেলার খবর