কঠোর হতে হবে আইনশৃঙ্খলা বাহিনীকে

২৪ জুন ২০২১

আবারো দেশে করোনার সংক্রমণ বাড়তে শুরু করেছে, আশঙ্কাজনকহারে বাড়ছে করোনা রোগীর মৃত্যুর সংখ্যাও। উদ্ভূত পরিস্থিতিতে চলমান লকডাউন ও বিধিনিষেধ মানাতে স্বাস্থ্য অধিদফতরের তরফ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর হতে বলা হয়েছে। বুধবার অধিদফতরটির ভার্চুয়াল বুলেটিনে এ কথা বলেন অধিদফতরটির মুখপাত্র অধ্যাপক ডা. রোবেদ আমিন।

দেশে করোনা পরিস্থিতির অবনতি হয়েছে জানিয়ে স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র বলেন, সীমান্তবর্তী এলাকাসহ দেশের বিভিন্ন এলাকায় করোনা ছড়িয়ে পড়ছে। গত এক সপ্তাহ ধরে দৈনিক রোগী শনাক্তের হার ও গত এক থেকে দেড় মাসের ভেতরে মৃত্যুর হার বাড়ছে। বিদ্যমান পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে ঢাকার চারপাশে কঠোর লকডাউন দেয়া হয়েছে। সংক্রমণ কমিয়ে আনতে চলমান লকডাউন ও বিধিনিষেধ কঠোরভাবে মেনে চলতে সবাইকে অনুরোধ করা হচ্ছে।

অধ্যাপক ডা. রোবেদ আমিন বলেন, চলমান লকডাউন এবং বিধিনিষেধে জনগণের স্বাভাবিক জীবনযাত্রায় কিছুটা অসুবিধা সৃষ্টি হলেও পরিস্থিতি মোকাবিলা, হাসপাতালের প্রস্তুতি নিতে সুযোগ দেয়া এবং মৃত্যু কমিয়ে আনতে সবাইকে সহযোগিতা করতে হবে। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, না মানলে পরিস্থিতি আরো শোচনীয় অবস্থায় চলে যেতে পারে। প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় (২৩ জুন) দেশে ৮৫ জন করোনা রোগী মারা গেছেন, করোনা রোগী শনাক্ত হয়েছে পাঁচ হাজার ৭২৭ জন।

এমকে


মন্তব্য
জেলার খবর