গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ৮৫ জনের মৃত্যু হয়েছে।নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে পাঁচ হাজার ৭২৭ জনের। পাশাপাশি সুস্থতা ফিরে পেয়েছেন তিন হাজার ১৬৮ জন করোনা রোগী। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।
স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে মোট আট লাখ ৬৬ হাজার ৮৭৭ জনের। এর মধ্যে মারা গেছেন ১৩ হাজার ৭৮৭ জন। সুস্থ হয়েছেন সাত লাখ ৯১ হাজার ৫৫৩ জন। মোট নমুনা পরীক্ষা হয়েছ ৬৩ লাখ পাঁচ হাজার ৭৫টি। শনাক্তের হার ১৩ দশমিক ৫৩।
গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ২৮ হাজার ৫৮০টি, পরীক্ষা হয়েছে ২৮ হাজার ২৫৬টি। শনাক্তের হার ২০ দশমিক ২৭। মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৫৫ জন,নারী ৩০ জন। বিভাগভিত্তিক ঢাকায় ১৯ জন, চট্টগ্রামে সাতজন, রাজশাহীতে ১৮ জন, খুলনায় ৩৬ জন, ময়মনসিংহে তিনজন এবং বরিশাল ও রংপুরে তিনজন করে মারা গেছেন। সরকারি হাসপাতালে ৬৫ জন, বেসরকারি হাসপাতালে নয়জন, বাড়িতে ১০ জনের মৃত্যু হয়েছে। মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে একজনকে।
এমকে