মন্তব্য
বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের তাদের দেশে সম্মানজনক ও শান্তিপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিতে বিশ্বনেতাদের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিন দিনব্যাপী নবম মস্কো আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে বুধবার দেয়া এক ভিডিও বার্তায় এ আহবান জানান।
রোহিঙ্গা প্রসঙ্গে প্রধানমন্ত্রী আরো বলেন, কক্সবাজারে আশ্রয় নেয়া ১০ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশ ও এ অঞ্চলের নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে দেখা দিচ্ছে।মানবিক দৃষ্টিকোণ থেকে তাদের আশ্রয় দেয়া হয়েছে। কিন্তু দীর্ঘ সময় ধরে এতো বিপুল সংখ্যক মানুষের আশ্রয়স্থল এখানে হতে পারে না। চার বছরের বেশি সময় ধরে তাদের আশ্রয় দিয়ে আসছে বাংলাদেশ।
এমকে