বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)সূচকের বড় পতন দেখা গেলেও আগের দিনের তুলনায় বেড়েছে লেনদেনের পরিমাণ। কম ছিল সিংহভাগ শেয়ারের দর। লেনদেন হয় মোট ৩৭২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ১৩৩টির ও কমেছে ২১৭টির।আর বাকি ২২টির দর ছিল অপরিবর্তিত।
আগের কার্যদিবসের চেয়ে ১২ কোটি ৪৬ লাখ টাকা বেড়ে লেনদেন হয় দুই হাজার ৩০ কোটি তিন লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে এর পরিমাণ ছিল দুই হাজার ১৭ কোটি ৫৬ লাখ টাকা।বুধবার তিন লাখ ২২ হাজার ৫৮৩ বার হাতবদল হয় ৭৫ কোটি ৭৩ লাখ ৫০ হাজার ৩৪৪টি শেয়ার। তিন সূচকের মধ্যে প্রধান সূচক ডিএসইএক্স ৬৯ দশমিক ৮৯ পয়েন্ট কমে ছয় হাজার ৩৫ দশমিক ৮৪ পয়েন্টে, ডিএসইএস সূচক ছয় দশমিক ৯১ পয়েন্ট কমে এক হাজার ২৯৭ দশমিক ৩৯ পয়েন্টে ও ১৬ দশমিক ৮৬ পয়েন্ট কমে দুই হাজার ১৮৮ দশমিক ৮৩ পয়েন্টে স্থির হয় ডিএস৩০। টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে থাকে বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো)। আর ৯ দশমিক ৯২ শতাংশ বেড়ে দর বৃদ্ধির তালিকায় শীর্ষে ছিল মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
এমকে