রাজারহাট (কুড়িগ্রাম) সংবাদদাতা
কুড়িগ্রামের রাজারহাটে রুমি বেগম (২০) নামের এক গৃহবধূ ফসলের জমির দানাদার বিষ খেয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার সদর ইউপির কৈলাশকুটি গ্রামে স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটায়। আত্মহত্যার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি। তবে রুমি বেগমের নানী শাহেরা বেগমের দাবি, স্বামী তাকে প্রায়ই মারধর করতেন। তার স্বামীর নাম সবুজ মিয়া। রুমি বেগম এক সন্তানের জননী ছিলেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বিষ খাওয়ার বিষয়টি সবুজ মিয়ার বড় ভাই টের পেয়ে চিৎকার দেন। এ সময় স্বজনসহ প্রতিবেশিরা তাকে রাজারহাট সদর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেয়া হয়। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। পরে লাশ কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। আত্মহত্যা করার একদিন আগে মঙ্গলবার রাতে এ দম্পতির মধ্যে ঝগড়া হয়েছিল। রাজারহাট থানার ওসি রাজু সরকার বলেন, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এ.এস.লিমন/এমকে