একজন থেকে ১৩ জনে ছড়াতে পারে ডেল্টা প্লাস

২৫ জুন ২০২১

করোনাভাইরাসের ‘ডেল্টা প্লাস’ ধরন একজন থেকে ১৩ জনে ছড়াতে পারে। পূর্ববর্তী ভ্যারিয়ান্টগুলোর চেয়ে ডেল্টা ভ্যারিয়ান্ট অন্তত ৬০% বেশি সংক্রামক।

ডেল্টা বা বি.১.৬১৭.২ এর পরিবর্তিত রূপের নাম ‘ডেল্টা প্লাস’ বা ‘এওয়াই.১’। 

ভারত ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, পর্তুগাল, সুইজারল্যান্ড, জাপান, পোল্যান্ড, নেপাল এবং রাশিয়ায় করোনার নতুন এই ভ্যারিয়েন্টটির সন্ধান পাওয়া গেছে।

 

 


মন্তব্য
জেলার খবর