নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের দায়ে প্রার্থিতা বাতিল করা হয়েছে চিত্রনায়ক জায়েদ খানের। সেই সাথে সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দিতায় বিজয়ী ঘোষণা করা হয়েছে নিপুণকে। শনিবার সন্ধ্যায় এ রায় দিয়েছে আপিল বিভাগ। তবে এ রায় মানেন না জায়েদ খান। আপিল বিভাগের বিরুদ্ধে মামলা করার ঘোষণা দিয়েছেন তিনি।
জায়েদ খান বলেছেন, ‘আপিল বোর্ডের কোনো ভ্যালু নেই। আমি আপিল বোর্ডের বিরুদ্ধে মামলা করব। আদালতে যাব। এটা আইন বহির্ভূত। পৃথিবীতে এমন নজিরবিহীন ঘটনা আগে ঘটেনি যে প্রজ্ঞাপনের পর মৃত আপিল বোর্ড রায় ঘোষণা করে।’ এর আগে, আপিল বোর্ডের বৈঠকে যাবেন না বলে আগেই জানিয়েছিলেন জায়েদ খান।
তিনি বলেছিলেন, ‘নির্বাচনি তফসিল অনুযায়ী ২৯ জানুয়ারি বিকাল ৫টার পর থেকে আপিল বোর্ড মৃত। একটি মেয়াদোত্তীর্ণ সংস্থা উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে লেগেছে, যার কোনো আইনগত ভিত্তিও নেই। শনিবারে নাকি একটি বৈঠক ডেকেছে সেখানে আমাকেও উপস্থিত থাকতে হবে, এই মর্মে আমার পিয়নের কাছে চিঠি ধরিয়ে দিয়েছে। আপিল বোর্ড ২৯ তারিখ বিকেল পাঁচটার পর আপত্তি নিষ্পত্তি করেছে নিপুণ পরাজয় মেনে নিয়ে স্বাক্ষর করে চলে গেছে। এখানেই আপিল বোর্ডের কাজ শেষ হয়ে গেছে।’
আরআই