কুষ্টিয়া পরিবার পরিকল্পনা কার্যালয়ে নিয়োগ

২৪ জুন ২০২১

চারটি পদে ৯১টি শূন্যপদে কুষ্টিয়া জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ইতোমধ্যে অনলাইনে আবেদন কার্যক্রম শুরু হয়ে গেছে। ২৬ জুলাই পর্যন্ত আগ্রহীরা আবেদন করতে পারবেন।

যে পদে আবেদন করা যাবে:
পরিবার পরিকল্পণা সহকারী হিসেবে একজন, পরিবার পরিকল্পনা পরিদর্শক পদে ৩ জন আবেদন করতে পারবেন। উভয় পদে আবেদন করার জন্য যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের যে কোনোটিতে নূন্যতম ২য় বিভাগ/জিপিএ-২.০০ থাকতে হবে। এছাড়া পরিবার কল্যাণ সহকারী পদে ৮২ জন এবং আয়া পদে ৫ জন আবেদন করতে পারবেন। এ পদদ্বয়ে আবেদন করতে হলে যথাক্রমে মাধ্যমিক ও অষ্টম শ্রেণি পাশ হতে হবে এবং শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারবে। আয়া পদে আবেদন করতে হলে কুষ্টিয়া জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।

সকল পদে আবেদনের জন্য বয়সসীমা ১৮ থেকে ৩০ বছরের মধ্যে থাকতে হবে। মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

বিস্তারিত জানতে ও আবেদন করতে ভিজিট করুন http://dgfpkus.teletalk.com.bd/ ওয়েবসাইটে।

আরআই


মন্তব্য
জেলার খবর