বিলের চেয়ে চারশ’ গুণ বেশি টিপস!

২৫ জুন ২০২১

সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের স্ট্যাবল ইন বার অ্যান্ড গ্রিল রেস্টুরেন্টে এক ব্যক্তি রাতের খাবার খান। ভদ্রলোক রেস্টুরেন্টে এসে প্রথমে বিয়ার আর চিলি চিজ হটডগ অর্ডার দেন।  পরে চিপসের সাথে আরেকটা ড্রিংকস অর্ডার করেন তিনি। 

তার বিল হয় ৩৭ মার্কিন ডলার যা বাংলাদেশি ৩ হাজার টাকার বেশি। কিন্তু ওই ব্যক্তি টিপস দেন ১৬ হাজার মার্কিন ডলার যা বাংলাদেশি ১৩ লাখ টাকারও বেশি!

টিপসের পরিমাণ  মোট বিলের চেয়ে অন্তত চারশ’ গুণ বেশি। এতো টাকা টিপস পাবার পর রেস্টুরেন্টের মালিক তা রেস্টুরেন্টের কর্মীদের মধ্যে ভাগ করে দেন।

এনডিটিভি 


মন্তব্য
জেলার খবর