মন্তব্য
ক্ষীণ দৃষ্টিশক্তির কারণে হিন্দি পত্রিকা পড়তে পারেননি বর। আর এতেই ক্ষেপে গিয়ে বিয়ে ভেঙে দিলেন কনে। মামলাও ঠুকে দিলেন বর ও তার পরিবারের বিরুদ্ধে। ভারতের উত্তর প্রদেশের আয়োরাইয়া জেলায় এ ঘটনা ঘটেছে।
কনে লক্ষ্য করে বরের চোখে চশমা। কনে দৃষ্টিশক্তির ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য বরকে একটা হিন্দি পত্রিকা পড়তে দেন। কিন্তু চশমা ছাড়া একদমই দেখতে পান না বর। রেগেমেগে বিয়ে ভেঙে দেন ওই তরুণী। এমনকি বরের চশমা পরার বিষয়টি গোপন করায় মামলাও করেছেন কনের পরিবার।
জি নিউজ