মন্তব্য
ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অধিকৃত জম্মু ও কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার ব্যাপারে নতুন প্রতিশ্রুতি দিয়েছেন। ২৪ জুন উপত্যকাটির রাজনীতিবিদদের সঙ্গে বৈঠকে তিনি এ অঙ্গীকার করেন।
মোদির ডাকা বৃহস্পতিবারের সর্বদলীয় বৈঠকে কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ ও মেহবুবা মুফতিও অংশ নিয়েছিলেন।
বৈঠকে কাশ্মীরের নেতাদের পাঁচটি দাবি ছিল। অবিলম্বে জম্মু-কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দিতে হবে, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিধানসভা নির্বাচন করাতে হবে, কাশ্মীরী পণ্ডিতদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে, সব রাজনৈতিক বন্দিদের মুক্তি দিতে হবে ও আধিপত্য আইনে বদল আনতে হবে।
আনন্দবাজার ও ওয়াশিংটন পোস্ট