শিল্পী সমিতির নতুন কমিটির শপথ গ্রহণ আজ

০৬ ফেব্রুয়ারী ২০২২

এক সপ্তাহ আগে সম্পন্ন হয় চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। নির্বাচনের পর থেকে এ নিয়ে যেন বিতর্কের শেষ নেই। নায়ক জায়েদ খানের বিরুদ্ধে আচণবিধি লঙ্ঘনের অভিযোগ আনেন তার প্রতিদ্বন্দী প্রার্থী নায়িকা নিপুন। তার অভিযোগ আমলে নিয়ে শনিবার জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে আপিল বিভাগ। সেই সাথে নিপুণ সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দীতায় বিজয়ী ঘোষণা করে। তবে আপিল বিভাগের এ রায়কে অস্বীকার করে মামলার ঘোষণা দিয়েছেন নায়ক জায়েদ খান।

 

এরই মধ্যে রবিবার ইলিয়াস কাঞ্চন ও নিপুণ আক্তারসহ নবনির্বাচিত কমিটির সদস্যরা শপথ গ্রহণ করবেন। আজ বিকাল ৫টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার জা‌হিদ হোসেন। এবারের শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে জয় পেয়েছেন বর্ষীয়ান অভিনেতা ইলিয়াস কাঞ্চন এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার।

 

অন্যান্য পদে বিজয়ী প্রার্থীরা হলেন : সহ-সভাপতি পদে মাসুম পারভেজ রুবেল ও মনোয়ার হোসেন ডিপজল। সহ-সাধারণ সম্পাদক পদে সাইমন সাদিক ও সাংগঠনিক সম্পাদক পদে শাহনূর। সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মামনুন ইমন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে জয় চৌধুরী ও কোষাধ্যক্ষ পদে আজাদ খান শপথ নেবেন।

 

এছাড়া কার্যকরী পরিষদের নতুন ১১ সদস্য হলেন অঞ্জনা সুলতানা, অরুণা বিশ্বাস, অমিত হাসান, আলীরাজ, কেয়া, নাদির খান, জেসমিন, ফেরদৌস, মৌসুমী, রোজিনা ও সুচরিতা। এবার সমিতির মোট ভোটার ছিলেন ৪২৮ জন। কিন্তু ভোট দিয়েছেন ৩৬৫ জন।

 

আরআই


মন্তব্য
জেলার খবর