করোনায় ভুগে হতাশায় আত্মহত্যা

২৫ জুন ২০২১

মার্কিন চলচ্চিত্র নির্মাতা, চিত্রনাট্যকার, পরিচালক ও প্রযোজক নিক গুথ জানিয়েছেন, তার স্ত্রী হেইডি ফেরার দেহে দীর্ঘদিন ধরে করোনার বিভিন্ন লক্ষণ ছিল। তিনি প্রায় ১৩ মাস ধরে নানা রকম জটিলতায় ভুগেছেন। পরবর্তীতে মানসিক অবসাদে তিনি আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন।

আমেরিকান অভিনেত্রী ও লেখিকা হেইডির দেহে করোনার লক্ষণ প্রকাশ পাবার সময় তার পায়ে ব্যথা শুরু হয়।  হজমের সমস্যা শুরু হয়। শরীরে ব্যথা অনুভূত হচ্ছিল। সব সময়ই বিছানা থেকে উঠলেই তার বুক ধড়ফড় করতো। স্নায়বিক সমস্যা শুরু হওয়ার পর থেকেই হেইডি কখনও এক ঘণ্টার বেশি ঘুমাতে পারতেন না।

নিজের ব্লগ 'গার্লটুমম'-এ তিনি লিখেছিলেন, 'জীবনের এইসব অন্ধকারতম মুহূর্তে আমার স্বামীকে বলে দিয়েছি, যদি সুস্থ না হই, এভাবে বেঁচে থাকতে পারব না। আত্মহত্যার প্রবণতা থেকে এ কথা বলিনি। আমি আসলে জীবনের স্রেফ আর কোনো অর্থই খুঁজে পাচ্ছিলাম না। এর কোনো শেষ দেখছিলাম না।'

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্সটিটিউট অব হেলথের পরিচালক ডা. অ্যান্থনি ফাউসি জানান, কোভিড আক্রান্তদের মধ্যে ১০ থেকে ৩০ শতাংশ মানুষ দীর্ঘকালীন বিভিন্ন স্বাস্থ্য জটিলতায় ভুগছেন। অনেকের ক্ষেত্রেই করোনার বেশ কিছু লক্ষণ যেমন-ক্লান্তি, শ্বাসকষ্ট, ঘুমের ব্যাঘাত, উদ্বেগ, জ্বর, পেটের সমস্যাসহ বেশ কিছু জটিলতা মাসের পর মাস থেকে যাচ্ছে। 

সিএনএন ও নিউইয়র্ক পোস্ট


মন্তব্য
জেলার খবর