মন্তব্য
স্থুল মানুষের সংখ্যা বেড়ে যাওয়ায় সন্ধ্যাবেলায় জাঙ্ক ফুডের বিজ্ঞাপন প্রচারে বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে ব্রিটিশ সরকার। নতুন এই বিধিনিষেধের উদ্দেশ্য হলো শিশুদের ‘অস্বাস্থ্যকর বিজ্ঞাপন’ থেকে রক্ষা করা এবং ‘জাতীয় ক্যালরি গণনা থেকে কোটি কোটি ক্যালরি বাদ দেয়া’।
ব্রিটেনে আগামী বছর থেকে টেলিভিশন এবং অন-ডিমান্ড চ্যানেলগুলোতে উচ্চমাত্রায় চর্বি, চিনি ও লবণযুক্ত খাবারের বিজ্ঞাপন রাত ৯টার আগে প্রচার করা যাবে না।
দেশটির ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) জানিয়েছে, চার থেকে পাঁচ বছর বয়সী শিশুদের ১০ শতাংশ স্থুলতায় আক্রান্ত। আর ১০ থেকে ১১ বছর বয়সী শিশুদের মধ্যে এই হার ২০.২ শতাংশ। প্রতি চারজন প্রাপ্তবয়স্কের একজন স্থুল। আর এর পেছনে মূলত দায়ী সস্তা, উচ্চ ক্যালরিযুক্ত খাবার।
এএফপি