সংক্রমণ নিয়ন্ত্রণে এবার শাটডাউন

২৫ জুন ২০২১

দেশে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে আর লকডাউন নয়, দেয়া হতে পারে এবার শাটডাউন।ইতোমধ্যেই অন্ততঃ ১৪ দিনের শাটডাউন জারির সুপারিশ করেছে কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরার্মশক কমিটি। আর জনপ্রশাসন প্রতিমন্ত্রী গণমাধ্যমকে জানিয়েছেন, যে কোন সময়ই সরকার এ ধরণের কঠোর বিধিনিষেধের ঘোষণা দিতে পারে। ভারতীয় ভ্যারিয়েন্টের সামাজিক সংক্রমণ দ্রুত ঘটায় ও করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি থাকায় শাটডাউনের সুপারিশটি করা হয়েছে। 

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সুপারিশ করার কথা জানিয়েছে জাতীয় পরামর্শক কমিটি। বুধবার রাতে কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এ বিষয়ে সিদ্ধান্ত হয়।বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভারতীয় ভ্যারিয়েন্টের জীবাণুর সংক্রমণ ক্ষমতা তুলনামূলকভাবে অনেক বেশি। সারা দেশে উচ্চ সংক্রমণ এবং ৫০ টিরও বেশি জেলায় অতি উচ্চ সংক্রমণ লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু করোনা প্রতিরোধে খণ্ড খণ্ডভাবে নেয়া কর্মসূচির উপযোগিতা প্রশ্নবিদ্ধ হয়েছে। ভারতসহ অন্যান্য দেশের অভিজ্ঞতায় দেখা গেছে, কঠোর ব্যবস্থা ছাড়া করোনার বিস্তৃতি প্রতিরোধ করা সম্ভব নয়।

এদিকে শাটডাউনকালে প্রতিপালনের নির্দেশনার বিষয়ও জানানো হয়েছে কমিটির তরফ থেকে। বলা হয়েছে, জরুরি সেবা ছাড়া যানবাহন, অফিস-আদালতসহ সবকিছু বন্ধ রাখা প্রয়োজন। এ ব্যবস্থা কঠোরভাবে পালন করতে না পারলে যত প্রস্তুতিই থাকুক না কেন, স্বাস্থ্য ব্যবস্থা অপ্রতুল হয়ে পড়বে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এদিকে বৃহস্পতিবার গণমাধ্যমকে দেয়া সাক্ষাতকারে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, করোনার বিদ্যমান পরিস্থিতিতে জাতীয় পরামর্শক কমিটির সুপারিশ যৌক্তিক। সরকারের এ ধরনের প্রস্তুতি আছে। কঠোর বিধিনিষেধের চিন্তা-ভাবনা সরকারও করছে। যে কোনো সময় ঘোষণা দেয়া হবে।

এমকে

 

 


মন্তব্য
জেলার খবর