করোনা: ২৪ ঘণ্টায় প্রাণহানি ৮১

২৫ জুন ২০২১

দেশে গত ২৪ ঘণ্টায় ৮১ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৬ হাজার ৫৮ জনের। আর করোনা রোগ থেকে সেরে ওঠেছেন ৩ হাজার ২৩০ জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত ৮ লাখ ৭২ হাজার ৯৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ১৩ হাজার ৮৬৮ জন। সুস্থ হয়েছেন  ৭ লাখ ৯৪ হাজার ৭৮৩ জন। মোট নমুনা পরীক্ষা হয়েছে ৬৪ লাখ ৩৫ হাজার ৪৬৬টি। শনাক্তের হার ১৩ দশমিক ৫৬।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ৩০ হাজার ৯৯৪টি,  পরীক্ষা হয়েছে ৩০ হাজার ৩৯১টি। শনাক্তের হার ১৯ দশমিক ৯৩। মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৫৫ জন,নারী ২৬ জন। বিভাগ অনুযায়ী ঢাকায় ১৩ জন, চট্টগ্রাম ও রংপুরে সাত জন করে, রাজশাহীতে ২০ জন, খুলনায় ২৩ জন, সিলেটে পাঁচ জন এবং ময়মনসিংহ ও বরিশালে  তিন জন করে রয়েছেন। সরকারি হাসপাতালে ৬২ জন, বেসরকারি হাসপাতালে ১৪ জন ও বাড়িতে পাঁচ জন মারা গেছেন।

এমকে


মন্তব্য
জেলার খবর