ঈদুল আজহা উপলক্ষে চামড়া সিন্ডিকেট প্রতিরোধে ও কোরবানির পশু পরিবহনের সময় চাঁদাবাজি বন্ধে বিষয় দুটি নজরদারিতে থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের এ বিষয়টি জানান। ঈদুল আজহা উপলক্ষে এ বৈঠক হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এবার চামড়ার সিন্ডিকেট প্রতিরোধে জোর দেয়া হয়েছে। আগে থেকে বিষয়টি নজরদারিতে রাখবে আইনশৃঙ্খলা বাহিনী। চামড়া সিন্ডিকেট প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঈদের আগেই চামড়ার দাম নির্ধারণ করে দেবেন। চামড়া যেন সীমান্তে যেতে না পারে, সে ব্যবস্থাও আগে থেকেই করবে আইনশৃঙ্খলা বাহিনী। চাঁদাবাজি প্রসঙ্গে বলেন, কোরবানীর পশুবাহী যানবাহন জোরপূর্বক যেখানে-সেখানে থামানো যাবে না।
যানজট ও বাজার দর প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান,রাস্তা খারাপের জন্য যানজট রয়েছে। সড়ক বিভাগকে যতটুকু সম্ভব রাস্তা সংস্কারের কাজ করতে বলা হয়েছে। সব ফেরিঘাটে যাতে যানজট সৃষ্টি না হয়, সে জন্য আগাম প্রস্তুতি থাকবে। নৌযানগুলোতে অতিরিক্ত যাত্রী পরিবহন করা যাবে না। তিনি বলেন, ঈদ উপলক্ষে মসলাসহ বিভিন্ন পণ্যের মূল্য বৃদ্ধি ও ভেজাল মেশানো রোধে প্রয়োজনে মোবাইল কোর্ট থাকবে।
এমকে