সেনাবাহিনীর সঙ্গে জনগণ ও মিডিয়ার কোনো দূরত্ব থাকবে না। সেনাবাহিনী সম্পর্কে জনগণের যা কিছু জানার আগ্রহ আছে, সেগুলো জানানো হবে। বৃহস্পতিবার দায়িত্ব গ্রহণের পর এসব কথা বলেছেন নয়া সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। এ সময় সেনা সদর দফতরে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সেনাপ্রধান তাঁর পথ চলায় সবার সহযোগিতা প্রত্যাশা করে বলেন, আমাদের পথ চলার জন্য এটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। তাঁকে সেনাপ্রধান নিযুক্ত করা প্রসঙ্গে বলেন, এটা এমন একটা অর্জন মহান আল্লাহর আশীর্বাদ ছাড়া কোনো ক্রমেই সম্ভব নয়। তাঁর ওপর আস্থা রেখে এ রকম একটা গুরুদায়িত্ব তাঁর ওপর অর্পণ করায় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি। মহান আল্লাহর কাছে এ রকম একটা গুরুদায়িত্ব পালনের সক্ষমতা দানের প্রার্থনা করে সেনাপ্রধান বলেন, আমি যাতে আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি। এ কথা সত্য, আপনাদের সবার সহযোগিতা ছাড়া এতো বড় গুরুদায়িত্ব পালন করা যাবে না। বাংলাদেশ সেনাবাহিনীর যে ক্লাসিক্যাল রোলগুলো আছে, আমরা সচরাচর যে দায়িত্ব পালন করে থাকি, সেই দায়িত্বগুলো আমরা যেন সঠিকভাবে পালন করতে পারি। এ সময় বিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলা করে তার নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী যেন অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারে, সে জন্য সবার সহযোগিতা কামনা করেন সেনাপ্রধান।
এমকে