কুমারখালীর সরকারি হাসপাতালে অক্সিজেন সঙ্কটের আশঙ্কা

২৫ জুন ২০২১

কুমারখালী (কুষ্টিয়া) সংবাদদাতা

আগামী কয়েক দিনের মধ্যেই কুষ্টিয়ার কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা রোগীদের জন্য অক্সিজেন সঙ্কট দেখা দেয়ার আশঙ্কা করছেন চিকিৎসকরা। করোনার রোগীর চাপ বেড়ে যাওয়াটাই এর কারণ। কঠোর বিধিনিষেধ আরোপের পরও করোনার ঊর্ধ্বগতির সংক্রমণে করোনার রোগীর চাপ বাড়ছে এ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

এ তথ্য নিশ্চিত করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আকুল উদ্দিন বলেন, উপজেলায় করোনা সংক্রমণ ও মৃত্যু প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। কিন্তু হাসপাতালে হাইক্লো অক্সিজেন নেই। কিছু নরমাল অক্সিজেন আছে, যা কয়েকদিনের মধ্যেই শেষ হবে। হাসপাতাল অক্সিজেন সঙ্কটে পড়তে যাচ্ছে।

তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় ২০ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে, মৃত্যু হয়েছে ৩ জন করোনা রোগীর। হাসপাতালের আইসোলেশনে ভর্তি আছেন ১০ জন এবং হোম আইসোলেশনে আছেন দুই শতাধিক। গত ২৪ ঘণ্টায় ৬৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এখন পর্যন্ত করোনায় উপজেলায় মোট সংক্রমিত হয়েছে ৯৫৯ জন এবং মারা গেছেন ১৮ জন। শহরের একই পরিবারের সবাই করোনা আক্রান্ত হয়েছে বলেও জানা গেছে।

মাহমুদ শরীফ/এমকে

 


মন্তব্য
জেলার খবর