মন্তব্য
দেশে গত ২৪ ঘণ্টায় পরীক্ষায় ৬ দশমিক ৭৮ শতাংশ নমুনায় করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। ১ হাজার ৪৯১ জনের শরীরে এ রোগ ধরা পড়েছে। করোনায় ভুগে মারা গেছেন ৩ জন। রোববার (৯ জানুয়ারি) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় ২১ হাজার ৯৮০ জনের নমুনা পরীক্ষা করা হয়। মোট আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন ২১৭ জন। মারা যাওয়া তিন জনের মধ্যে পুরুষ একজন, নারী দুই জন। বিভাগের মধ্যে ঢাকার দু’জন, বাকিজন চট্টগ্রামের। সবার মৃত্যু হয়েছে সরকারি হাসপাতালে, চিকিৎসাধীন ছিলেন।
স্বাস্থ্য অধিদফতরের হিসাবে, এখন পর্যন্ত শনাক্তের সংখ্যা ১৫ লাখ ৯৩ হাজার ৭০০ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ২৮ হাজার ১০২ জনের মৃত্যু হয়েছে, সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫০ হাজার ৯০৫ জন।
এমকে