শাটডাউন নয়, ‘লকডাউন’ দিয়েই দেশে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণ করতে চায় সরকার। কার্যত বেশ কিছুদিন বিরতি দেয়ার পরে আগামীকাল থেকে ফের শুরু হচ্ছে এ লকডাউন (বিধিনিষেধ)। সাতদিন মেয়াদের এ লকডাউনের আরোপিত নির্দেশনা প্রতিপালনে মানুষকে বাধ্য করাতে সেনাবাহিনীকে মাঠে নামানো হতে পারে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। আজ শনিবার এ লকডাউন জারির প্রজ্ঞাপন জারির কথা রয়েছে। শুক্রবার সন্ধ্যায় সাংবাদিকদের এ প্রজ্ঞাপন জারির কথা জানিয়েছেন তথ্য অধিদফতরের প্রধান তথ্য অফিসার সুরথ কুমার সরকার।সম্প্রতি করোনার ঊর্ধ্বগতি সংক্রমণে ও ভারতীয় ভ্যারিয়েন্টের সামাজিক সংক্রমণ দ্রুত ঘটায় অন্ততঃ ১৪ দিনের শাটডাউন দিয়ে জরুরি পরিষেবা ছাড়া সবকিছু বন্ধ করে দেয়ার সুপারিশ করেছিল কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।
জানা গেছে, লকডাউন চলাকালে জরুরি কারণ ছাড়া কেউ বাড়ির বাইরে বের হতে পারবেন না। জরুরি সেবা ছাড়া সব সরকারি-বেসরকারি অফিস ও জরুরি পণ্যবাহী ব্যতীত সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। সেনাবাহিনীর বিষয়টি উল্লেখ করে প্রতিমন্ত্রী ফরহাদ হোসনে জানিয়েছেন, এ সাত দিন কঠোর বিধিনিষেধ প্রতিপালনে বিজিবি-পুলিশও কাজ করবে। শুক্রবার গণমাধ্যমকে দেয়া সাক্ষাতকারে এ কথা বলেন।
এদিকে শুক্রবার দেশে আরো ১০৮ জন করোনা রোগীর মৃত্যু এবং ৫ হাজার ৮৬৯ জনের দেহে করোনা শনাক্ত হওয়ার কথা জানায় স্বাস্থ্য অধিদফতর। এর আগে গত ১৯ এপ্রিল একদিনে সর্বোচ্চ ১১২ জনের মৃত্যুর কথা জানিয়েছিল তারা। স্বাস্থ্য অধিদফতরের হিসাবে এখন পর্যন্ত ৮ লাখ ৭৮ হাজার ৮০৪ করোনা রোগী শনাক্ত হয়েছে, মারা গেছেন ১৩ হাজার ৯৭৬ জন করোনা রোগী।
এমকে