১০৮ জনের প্রাণহানি

২৬ জুন ২০২১

গত ২৪ ঘণ্টায় দেশে  করোনা আক্রান্ত  ১০৮ জন মারা গেছেন। নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৫ হাজার ৮৬৯ জনের।সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৭৭৬ জন করোনা রোগী। শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত ৮ লাখ ৭৮ হাজার ৮০৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ১৩ হাজার ৯৭৬ জন। সুস্থ হয়েছেন ৭ লাখ ৯৭ হাজার ৫৫৯ করোনা রোগী। মোট নমুনা পরীক্ষা হয়েছে ৬৪ লাখ ৬৩ হাজার ১১৯টি। শনাক্তের হার ১৩ দশমিক ৬০।

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগৃহীত হয়েছে ২৮ হাজার ২৪৭টি, পরীক্ষা হয়েছে ২৭ হাজার ৬৫৩টি। শনাক্তের হার ২১ দশমিক ২২।মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৭৫ জন আর নারী ৩৩ জন। বিভাগভিত্তিক ঢাকায় ২৫ জন, চট্টগ্রামে ২৩ জন, রাজশাহীতে ১৬ জন, খুলনায় ২৭ জন, সিলেটে তিন জন, রংপুরে ১০ জন এবং ময়মনসিংহে চার জন ছিলেন। সরকারি হাসপাতালে  ৮৩ জন, বেসরকারি হাসপাতালে ১৪ জন আর বাড়িতে ১১ জন মারা গেছেন।

এমকে


মন্তব্য
জেলার খবর