বাজেটকে অর্থনৈতিক পরিবর্তনের ‘গিয়ার’উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, হাই-গিয়ারে, নাকি লো-গিয়ারে যাবে, নাকি নিউট্রালি বসে থাকবে তা ঠিক করার অধিকার সরকারের আছে। বাংলাদেশ কি বৈষম্যমূলক পুনরুদ্ধারের পথে? শীর্ষক এক ওয়েবিনারে এ কথা বলেন। শুক্রবার (২৫ জুন) এ ওয়েবিনারের আয়োজন করেছিল সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)।
বাজেটের কিছু এরিয়া পলিশ করার প্রয়োজন আছে জানিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, বাজেটের প্রধান বৈশিষ্ট্য— বিগত বছরগুলোতে যে মোমেন্টাম আমরা অর্জন করেছি তা ধরে রাখা। পৃথিবীর সেরা অর্থমন্ত্রীও সেরা বাজেট দিতে পারেন না।রাজনৈতিক অর্থনীতির যে মডেলে বাংলাদেশ এগোচ্ছে, তাতে উই আর রাইট অন দ্য মিডল অব দ্য রাইট ট্র্যাক।
ওয়েবিনারে আরো বক্তব্য দেন, সাবেক মন্ত্রী ও বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন প্রমুখ।
এমকে