মন্তব্য
টানা ১০ মাস ধরে ৪৩ বার করোনা টেস্ট করিয়ে ফলাফল প্রতিবারই পজেটিভ মিলেছে যুক্তরাজ্যের বাসিন্দা ডেভ স্মিথের। এ সময়ে অবসরপ্রাপ্ত ড্রাইভিং ইনস্ট্রাক্টর ডেভ স্মিথ সাতবার হাসপাতালে ভর্তি হন। নিজের শেষকৃত্যের প্ল্যানও রেডি করে ফেলেন তিনি।
মার্কিন বায়োটেক ফার্ম রিজেনেরনের ওষুধ প্রয়োগের ৪৫ দিন ও প্রথমবার সংক্রমিত হওয়ার ৩০৫ দিন পর অবশেষে কোভিড পরীক্ষার রিপোর্ট নেগেটিভ হয়।
স্মিথ বলেন, আমি হালই ছেড়ে দিয়েছিলাম। বাড়ির লোকজনকে ডেকে প্রত্যেকের সঙ্গে শেষ দেখা করি। বলি, চিরবিদায়। সুস্থ হয়ে উঠলেও এখনও শ্বাসকষ্ট হয়। তবে আমি ব্রিটেন ঘুরছি, এখন নাতনিকে গাড়ি চালানো শেখাচ্ছি।
বিবিসি ও দ্য গার্ডিয়ান