মাদক নিয়েছেন সাড়ে ২৭ কোটি মানুষ

২৬ জুন ২০২১

২০২০ সালে বিশ্বে মাদক নিয়ে অসুস্থ হয়েছেন ৩ কোটি ৬০ লাখ মানুষ এবং মাদক নিয়েছেন ২৭ কোটি ৫০ লাখ মানুষ। বিশ্বের কিছু অঞ্চলে গত ২৪ বছরের মধ্যে শুধু গত বছরেই মহামারির সময় গাঁজা সেবনের হার বেড়েছে চারগুণ।

বিশ্ব মাদক প্রতিবেদন ২০২১ এ তথ্য জানিয়েছে জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক কার্যালয় (ইউএনওডিসি)।

২০১০ থেকে ২০১৯ এর মধ্যে মাদক ব্যবহারকারীর সংখ্যা ২২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০৩০ সালের মধ্যে মাদক ব্যবহারকারীর সংখ্যা ১১ শতাংশ বৃদ্ধি পাবে। এর মধ্যে শুধু আফ্রিকাতেই বৃদ্ধি পাবে ৪০ শতাংশ। ১ কোটি ১০ লাখ মানুষ ইনজেকশনের মাধ্যমে শরীরে মাদক নেন, যাদের অর্ধেকই হেপাটাইটিস সি তে আক্রান্ত।

এএনআই


মন্তব্য
জেলার খবর