মন্তব্য
ইসরাইলে নতুন করে করোনা শনাক্তদের প্রায় অর্ধেকের শরীরে পাওয়া গেছে ডেল্টা ভ্যারিয়েন্ট। এদের একটি বড় অংশই দুই ডোজ ভ্যাকসিন নিয়েছিলেন।
নতুন আক্রান্তদের মধ্যে ৪০ থেকে ৫০ শতাংশ মানুষ ফুল ডোজ টিকা নিয়েছিলেন। তাছাড়া নতুন সংক্রমণের ৭০ শতাংশের জন্য দায়ী ডেল্টা ভ্যারিয়েন্ট। অথচ দুই ডোজ ভ্যাকসিন নিয়েছে ইসরাইলের প্রায় অর্ধেক মানুষ।
ভ্যাকসিন নেয়ার পরও ডেল্টা ভ্যারিয়েন্টে অনেকে আক্রান্ত হওয়া নতুন শঙ্কার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আক্রান্তদের মধ্যে শিশুও রয়েছে। দুই ডোজ টিকা নেয়ার পর ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত হলে তাদেরও কোয়ারেন্টিন করতে হবে।
বিবিসি