মিটিংয়ে মদ খাওয়ার প্রস্তাব!

২৬ জুন ২০২১

২৫ জুন সকালে দেওয়া ফেসবুক স্ট্যাটাসে শোবিজের পরিচিত মডেল ও অভিনেত্রী মারিয়া মিম লেখেন, ‘আমার লাইফে সেরা একটা ইডিয়ট ডিরেক্টর, যে দুই-চারটা কাজ করে নিজেকে সেই লেভেলের ডিরেক্টর ভাবে। মিটিংয়ের নামে বলে হুইস্কি খাবা? উনার নাকি চরিত্রই এমন সবার সঙ্গে প্রেম করে বেড়ায়।’

তিনি আরও লেখেন, ‘ভাই, তোর যদি মেয়ে পছন্দ হয় সরাসরি অফার করবি। এত....করার কী আছে? তুই কি সবাইকে ছোটলোক শিল্পী মনে করিস নাকি? ৩-৪ লাখ টাকার প্রজেক্ট করে খুব....ফালায় দিবি। তোদের মতো নর্দমা মিডিয়ায় কেন? মেয়েগুলো কেন তোদের বয়কট করে না?’

আরেকটি স্ট্যাটাসে মিম লিখেছেন, ‘এখানে সব সময় রাজনীতির শিকার হতে হয়। যতই তোমার প্রতিভা থাকুক না কেন। বান্ধবী বানাতে চাইবে সব সময়।’


মন্তব্য
জেলার খবর