মন্তব্য
কলম্বিয়ার প্রেসিডেন্ট আইভ্যান দুকেকে বহনকারী হেলিকপ্টারকে লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা।
দুক বলেন, এটা কাপুরুষের আক্রমণ। গুলি করার চিহ্নও হেলিকপ্টারে রয়েছে।
ভেনেজুয়েলার সীমান্তবর্তী নর্তে দ্য স্যানটানডের প্রদেশের কুকুতা নামক এলাকায় যাওয়ার পথে এ ঘটনা ঘটে।
রয়টার্স