চুম্বনের দায়ে পদত্যাগ মন্ত্রীর

২৭ জুন ২০২১

করোনাবিধি লঙ্ঘন করে অফিসের এক জ্যেষ্ঠ সহযোগীকে ঘনিষ্ঠভাবে আলিঙ্গন ও চুম্বনের দায়ে পদত্যাগ করতে হয়েছে ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানককে।

পদত্যাগপত্রে ৪২ বছর বয়সী ম্যাট হ্যানকক বলেন, দেশ যখন করোনার বিরুদ্ধে লড়ছে, তখন আমরা কঠোর পরিশ্রম করেছি। এখন আমি ব্যক্তিগত জীবনে মনোযোগ দিতে চাচ্ছি। সংকট থেকে বেরিয়ে আসতে একাগ্রতার সঙ্গে কাজ করায় ব্যক্তিগত জীবনে বেশি খেয়াল রাখতে পারেনি।

গত ৬ মে লন্ডনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রধান কার্যালয়ে লবিং ফার্ম লুথার পেন্ড্রাগনের সাবেক পরিচালক গিনা কোলাডানগেলোর শরীর ঘনিষ্ঠভাবে স্পর্শ করেন।নারী সহযোগী তার বিশ্ববিদ্যালয় জীবনের বন্ধু। গত বছর স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে তাকে নিয়োগ দেন ম্যাট হ্যানকক।

দ্য সান ও বিবিসি

 


মন্তব্য
জেলার খবর