মন্তব্য
স্বামী-স্ত্রীর উচ্চতায় সবচেয়ে বেশি ব্যবধান হিসেবে গিনেস ওয়ার্ল্ড বুকে নাম লিখিয়েছেন জেমস এবং ক্লো লাস্টেড দম্পতি। ভালোবেসে তারা ২০১৬ সালে বিবাহ করেন।
৩৩ বছর বয়সী জেমস পেশায় অভিনেতা ও উপস্থাপক, অন্যদিকে ২৭ বছর বয়সী ক্লো পেশায় শিক্ষক। তারা যুক্তরাজ্যের একই শহরের বাসিন্দা। এই দম্পতির অলিভিয়া নামে দুই বছরের এক কন্যাসন্তানও রয়েছে।
জেমসের উচ্চতা ৩ ফুট ৭ ইঞ্চি, অন্যদিকে তার স্ত্রী ক্লোর উচ্চতা ৫ ফুট ৫.৪ ইঞ্চি। তাদের মধ্যে উচ্চতার ব্যবধান প্রায় ২ ফুট (১ ফুট ১০ ইঞ্চি)।
ডেইলি মেইল, ডেইলি পোস্ট ইউকে ও বিবিসি নিউজ