মন্তব্য
আবাসনের চেয়ারপার্সনকে খুনের হুমকি দেয়ার অভিযোগে অভিনেত্রী পায়েল রোহতগিকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে ভারতের আহমেদাবাদের পুলিশ।
প্রতিবেশীদের সঙ্গে বাজে ব্যবহার করার অভিযোগও রয়েছে অভিনেত্রীর বিরুদ্ধে। পায়েলের ব্যবহারে বহুদিন ধরেই বিরক্ত তার আবাসনের বাসিন্দারা।
সোশ্যাল মিডিয়ায় মতিলাল নেহরু, জওহরলাল নেহরু-সহ গান্ধী পরিবারের বিরুদ্ধে একটি অশোভন পোস্ট দেওয়ায় এর আগে রাজস্থানের বুন্দি সদর থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল। সেই সময় ২৫ হাজার টাকা করে দু’টি বন্ডে জামিন পেয়েছিলেন পায়েল।
আনন্দবাজার ও সংবাদ প্রতিদিন