কাদেরের চোখে বিএনপি ব্র্যান্ডেড অত্যাচারী

২৭ জুন ২০২১

বিএনপিকে দেশের ব্র্যান্ডেড অত্যাচারী এবং জনগণের সম্পদ লুন্ঠনকারী রাজনৈতিক দল হিসেবেই দেখেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার  রাজধানীর সংসদ ভবন এলাকায় সেতুমন্ত্রীর  সরকারি বাসভবনে প্রেস ব্রিফিংয়ে দেয়া বক্তব্যে বিষয়টি জানা গেছে। বর্তমানে দলটি হতাশাগ্রস্ত এবং তাদের ভবিষ্যৎ কুয়াশাচ্ছন্ন বলেও  মন্তব্য করেন ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের জানান, বিএনপিকে সঙ্কটের অক্টোপাস  জেকে ধরেছে,  তাদের রাজনীতি এখন গভীর খাদের প্রান্তে নেতাদের হঠকারিতায়। দীর্ঘায়িত হয়েছে নেতাকর্মীদের হতাশা । নেতিবাচক ও অপরাজনীতি  তাদের জনবিচ্ছিন্ন করে তুলছে ।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন,  বিএনপি নিজেদের ব্যর্থতা ঢাকতে আবোল তাবোল বকছে, সরকারের বিরুদ্ধে অবিরাম মিথ্যাচারের ভাঙা রেকর্ড বাজিয়ে যাচ্ছে। সরকারের বিরুদ্ধে বিষদগার না করলে তাদের পেটের ভাত হজম হয় না বলেও মনে করেন ওবায়দুল কাদের।

এমকে


মন্তব্য
জেলার খবর