আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটের কিছু অংশ ‘পলিশ’ করার বিষয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের দেয়া বক্তব্য তার নিজের কাছেই বোধগম্য নয় বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।শনিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিষয়টি জানান। সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি।
অর্থমন্ত্রী বলেন, বাজেটটি পলিশ করার বিষয়ে পরিকল্পনামন্ত্রীর দেয়া বক্তব্য আপনাদের মতো আমারও বোধগম্য নয়। বিষয়টি নিয়ে তার সঙ্গে কথা বললে জানা যাবে-তিনি আসলে কী বোঝাতে চেয়েছেন। তিনি জানান, প্রস্তাবিত বাজেট প্রণয়নের সময় পরিকল্পনা মন্ত্রণালয়ের দেয়া প্রস্তাবগুলোও গ্রহণ করা হয়েছে। প্রসঙ্গত, শুক্রবার এক ওয়েবিনারে এ ‘পলিশ’ করার কথা বলেন পরিকল্পনামন্ত্রী। তবে কোন অংশ ‘পলিশ’ করতে হবে, সে সম্পর্কে কিছুই বলেননি তিনি।
এমকে
এমকে