মেজর সিনহা হত্যার বিচার শুরু

২৭ জুন ২০২১

চট্টগ্রাম প্রতিনিধি

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার বিচার শুরু হয়েছে। রোববার কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল বিচার কার্যক্রম পরিচালনার জন্য অভিযোগ গঠন করে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন। অভিযোগ গঠনের সময় কক্সবাজারের টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপসহ এ মামলার ১৫ আসামি আদালতে উপস্থিত ছিলেন।

এদিকে এ মামলায় প্রদীপ কুমার দাশ, পরিদর্শক লিয়াকত আলী, উপপরিদর্শক (এসআই) নন্দদুলাল রক্ষিতসহ ছয় আসামির জামিন না মঞ্জুর করেন আদালত। অভিযোগপত্রে প্রদীপ কুমার দাশসহ ১৫ জনকে অভিযুক্ত করা হয়েছে। সাক্ষ্য গ্রহণের দিন ২৬, ২৭ ও ২৮ জুলাই। এর আগে গত ১৩ ডিসেম্বর সিনহা হত্যার ঘটনাটি পূর্বপরিকল্পিত উল্লেখ করে আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা ও র‌্যাব-১৫–এর সহকারি পুলিশ সুপার মো. খাইরুল ইসলাম। ২১ ডিসেম্বর এ অভিযোগপত্র গ্রহণ করেন আদালত।

মামলার সরকারি কৌশুলি পিপি ফরিদুল বলেন, স্বাক্ষীদের মধ্যে ১০ জনের সাক্ষ্য গ্রহণের জন্য ২৬, ২৭ ও ২৮ জুলাই দিন ধার্য করা হয়েছে। অভিযোগপত্র গঠন ছাড়াও এ মামলার আসামিদের মধ্যে সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও পরিদর্শক লিয়াকত আলীসহ ৬ আসামির জামিন আবেদনের শুনানি করা হয়।

প্রসঙ্গত, গত ৩১ জুলাই টেকনাফের শামলাপুর চেকপোস্টে গুলি করে হত্যা করা হয় সেনাবাহিনীর এ কর্মকর্তাকে। এ ঘটনায় ৫ আগস্ট মামলা করেন তার বোন শারমিন শাহরিয়া ফেরদৌস।

 

দিলীপ কুমার তালুকদার/এমকে

 


মন্তব্য
জেলার খবর