পিসিআর ল্যাব ও সেন্ট্রাল অক্সিজেনের দাবি

২৭ জুন ২০২১

পাবনা প্রতিনিধি

পাবনায় পিসিআর ল্যাব স্থাপন, আইসিইউ, স্ট্রোল হাই ফ্লো অক্সিজেন ব্যবস্থার দাবিতে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান করা হয়েছে। রোববার দুপুরে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা পাবনাবাসী’র ব্যানারে পাবনা প্রেসক্লাবের সামনে  আব্দুল হামিদ সড়কে এ মানববন্ধন হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিভিল সার্জনকে স্মারকলিপি দেয়া হয়।

মাববন্ধন চলাকালে বক্তারা বলেন, পাবনা জেলায় করোনাভাইরাস সংক্রমণ দিন দিন বৃদ্ধি পেলেও করোনা রোগীদের জন্য কোনো চিকিৎসা ব্যবস্থা নেই।করোনাভাইরাস সংক্রমণের প্রথম থেকেই পাবনার মানুষের দাবি ছিল- করোনা পরীক্ষার জন্য পিসিআর ল্যাব চালু, আইসিইউ বেড স্থাপন ও সেন্ট্রাল হাই ফ্লো অক্সিজেন ব্যবস্থা চালু করার। কিন্তু দেড় বছরেও তার কোনোটিই বাস্তবায়ন হয়নি। এ সময় পাবনায় দ্রুত পিসিআর ল্যাব স্থাপন, আইসিইউ চালু ও সেন্ট্রাল হাই ফ্লো অক্সিজেন ব্যবস্থা করার দাবি জানান বক্তারা। না হলে বৃহত্তর কর্মসূচির ডাক দেয়া হবে বলেও হুশিয়ারি দেন তারা।

বক্তব্য দেন- পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, প্রেসক্লাবের সাবেক সম্পাদক আহমেদ উল হক রানা, তহুরা আজিজ ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান মাহবুব প্রমুখ।

মানববন্ধনে অর্ক অ্যাসিস্ট্যান্ট অব রিহ্যাবিলিটেশন, কালের কন্ঠ শুভ সংঘ পাবনা শাখা, তহুরা আজিজ ফাউন্ডেশন, পাবনা এ্যাসোসিয়েশন, ইয়োলো ল্যম্প, বিডি ক্লিন,স্পর্শসহ স্থানীয় প্রায় ১৫টি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন অংশ নেয়।

এদিকে  এ বিষয়ে পাবনার সিভিল সার্জন ডাঃ মনিসর চৌধুরী বলেন, পিসিআর ল্যাব মেশিন আনতে ঢাকায় লোক পাঠানো হয়েছে। দু’একদিনের মধ্যে মেশিন চলে আসবে। আমরা আশা করছি দুই সপ্তাহের মধ্যে পাবনায় পিসিআর ল্যাব স্থাপন হয়ে যাবে। আর সেন্ট্রাল অক্সিজেনের  বিষয়টি এখনও ধীরগতি। চেষ্টা করছি নির্মাণকাজ দ্রুত শেষ করার জন্য। সেন্ট্রাল অক্সিজেন স্থাপন হয়ে গেলে আইসিইউ চালু হবে। পাবনা জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন বলেন, খুব শিগগরি এসব সমস্যার সমাধান হবে। পিসিআর ল্যাবের যন্ত্রপাতি আনা হচ্ছে। সেই সাথে সেন্ট্রাল হাই ফ্লো অক্সিজেনের নির্মাণকাজ কয়েক দিনের মধ্যে শেষ হবে। দ্রুতই এসব চালু হয়ে যাবে আশা করি।

কানু সান্যাল/এমকে

 


মন্তব্য
জেলার খবর