পাহাড়ে কাজে আসা ৩১ রোহিঙ্গা আটক

২৭ জুন ২০২১

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের বোয়ালখালীর কড়লডাঙ্গা পাহাড়ে কাজ করতে আসা ৩১ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে তাদের আটক করা হয়। কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে তারা সেখানে এসেছিলেন বলে জানিয়েছেন বোয়ালখালী থানার ওসি আবদুল করিম। এ নিয়ে গত দেড় মাসে এ উপজেলায় মোট ৪৯ জন রোহিঙ্গাকে আটক করা হলো।

আটকরা হচ্ছেন- শফি আলম (২৪), মুজিবুল্লাহ (২২), মো. রফিক (২০), মো. আইয়াজ (২২), শামীম (২০), এরশাদুল্লাহ (২০), নুর ইসলাম (২৮), কলিমুল্লাহ (২৩), মো. জোবায়ের (২২), রিয়াজুল হক (২৫), হামিদুল্লাহ (২০), নুরুল কবির (২০), সৈয়দুল আমিন (২০), মো. সাকের (২৫), মো. ইসমাইল (২৫), মো. কায়সার (২২), সামসুদ্দোহা (২০), শফি আলম (২২), কবির আহাম্মদ (২৬), জুবায়ের হোসেন (১৯), মকবুল নবী (২২), শফি আলম (২৫), মো. ইদ্রিছ (২২), সৈয়দ করিম (২০), আবুল কালাম (২৫), রিয়াজুল্লাহ (২০), আব্দুর রহমান (২০), মো. আনোয়ার (২৫), নুর কবির (৩৫), আব্দুল্লাহ (২৭) ও নুর হামিদ (২২)।

ওসি আবদুল করিম জানান, পাহাড়টিতে লেবু বাগানে শ্রমিক হিসেবে কাজ করছিলেন আটকরা। পাহাড়ে অস্থায়ী শেড বানিয়ে সেখানে তাদের বসবাস করার খবর পেয়ে অভিযান চালানো হয়। এ ঘটনায় আটক ৩১ রোহিঙ্গাসহ মোট ৫৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এর মধ্যে তাদের আশ্রয়দাতাও আছেন। তিনি আরো জানান, কক্সবাজার ক্যাম্প থেকে পালিয়ে দেশের বিভিন্ন জায়গায় আশ্রয় নিচ্ছেন রোহিঙ্গারা। কতিপয় ব্যক্তি তাদের আশ্রয় দিচ্ছেন।

 

দিলীপ কুমার তালুকদার/এমকে

 


মন্তব্য
জেলার খবর