দিনের পর দিন কেঁদেছেন ব্রিটনি

২৮ জুন ২০২১

মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন মার্কিন পপতারকা ব্রিটনি স্পিয়ার্স। দিনের পর দিন কেঁদেছেন তিনি। আদালতের কাছে ব্রিটনি বলেছেন, ‘আমি আমার স্বাভাবিক জীবন ফিরে পেতে চাই। যত দ্রুত সম্ভব অপমানজনক বন্দিত্ব থেকে মুক্তি চাই।'

ব্রিটনির অভিযোগ, গর্ভনিরোধক ইনট্রা উটেরিন ডিভাইস (আইইউডি) ব্যবহার করে জন্মনিয়ন্ত্রণে বাধ্য করছেন তার বাবা জিমি।  প্রেমিকের সঙ্গে বিয়ে করতে ও আরেক সন্তান নিতেও তাকে বাধা দিচ্ছেন।  প্রায় ১৩ বছর ধরে তার জীবনযাত্রা ও আর্থিক সব কিছু নিয়ন্ত্রণ করছেন জিমি। 


মন্তব্য
জেলার খবর