মন্তব্য
উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের ওজন কমে গেছে। জুনের শুরুতে এই একনায়ক শাসকের ওজন উল্লেখযোগ্য কমে যাওয়ার বিষয়টি বিশ্লেষকদের নজরে এসেছে।
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের সংবাদ ওয়েবসাইট এনকে নিউজ-এর এক বিশ্লেষক লক্ষ্য করেন, চিকন হয়ে যাওয়া হাতের কব্জিতে ঘড়ি আগের চেয়েও টাইট করে পরেছেন কিম।
রয়টার্স