২০ হাজার বছর আগেও ছিল করোনা

২৮ জুন ২০২১

 সম্ভবত ২০ হাজার বছর আগেও তাণ্ডব চালিয়েছিল করোনাভাইরাস। অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটির করোনা মহামারি নিয়ে করা নতুন গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। গবেষণাটি কারেন্ট বায়োলজিতে প্রকাশিত হয়েছে ।

গবেষকরা দাবি করেছেন, সেই সময় পূর্ব এশিয়ায় করোনা মহামারির ব্যাপক প্রভাব পড়েছিল। আর আধুনিক চীন, জাপান এবং ভিয়েতনামের মানুষের ডিএনএতে এখনও সেই করোনা প্রজাতির ভাইরাসের অস্তিত্ব আছে।

পূর্ব এশিয়ায় বর্তমানে যে মানুষ বসবাস করেন, তাদের ৪২টি জিনে করোনাভাইরাস প্রজাতির জিনগত পরিবর্তনের প্রমাণ মিলেছে বলে অস্ট্রেলিয়ার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইয়াসিন সুইলিমি এবং রে টোবলার  দাবি করেছেন।

 সিএনএন ও দ্য ওয়ার সায়েন্স 


মন্তব্য
জেলার খবর